Posts
ময়মনসিংহে ব্রহ্মপুত্র Mymensingh Brahmaputra
Bangladesh
http://dailymuktagachanews.blogspot.com/2015/05/blog-post_19.html?m=1
ময়মনসিংহে ব্রহ্মপুত্র।-----------ময়মনসিংহের তথা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন নদী ব্রহ্মপুত্র নদ । এটি লৌহিত্য নামেও পরিচিত । ব্রহ্মপুত্র নদ কয়েকবার এর গতি প্রবাহ পরিবর্তন করেছে । গাড়ো পাহাড়ের পশ্চিম সীমানা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপরাংশের গতিপথ পরিবর্তিত হয়নি, কারণ এই অংশের স্রোত প্রবাহ পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । গারো পাহাড়ের পর ব্রহ্মপুত্র নদ সমতল ভূমির মধ্য দিয়ে চলেছে এবং এর এই সমতল ভূমির গতিপথ কমপক্ষে দু’বার পরিবর্তিত হয়েছে । গাড়ো পাহাড়ের পশ্চিম দক্ষিণ দিয়ে প্রবাহিত হয়ে এটি প্রথমে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও জামালপুর দক্ষিণ তীরে এবং শেরপুর জেলার উত্তর তীরে রেখে চলেছে ; এরপর টাঙ্গাইলের মধুপুর জঙ্গলের পাশ বহে ময়মনসিংহ জেলার মধ্য ভাগ ও ঢাকা জেলার পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে এটি সোনারগাঁওয়ের দক্ষিণ – পশ্চিমে লাঙ্গলবন্দের নিকট দিয়ে পথ করে বর্তমানে ধলেশ্বরী নামে পরিচিত গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে । ব্রহ্মপুত্র নদের এই গতিপথ ষোঢ়শ শতাব্দী পর্যন্ত অব্যাহত থাকে । সপ্তদশ শতকে ব্রহ্মপুত্র নদের এই গতিপথ পরিবর্তিত হয় এবং এটি ভৈরব বাজারের নিকট সুর্মা – মেঘনা নদীর প্রবাহের সাথে যুক্ত হয় । ভন ডেন ব্রোক থর্টন (Thorton) ও রেনেলের মানচিত্রগুলির তথ্য এর প্রমাণ পাওয়া যায় । ভৈরব বাজারের নিকট হতে সুর্মা- মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের যুক্ত প্রবাহ দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং মেঘনা নদী নামে পরিচিত হয়ে সন্দীপের নিকটে বঙ্গোপসাগরে পতিত হয় । আবার উনিশ শতকের মধ্যভাগে ময়মনসিংহ জেলা শহরের মধ্য দিয়ে ভৈরববাজার পর্যন্ত প্রবাহিত ব্রহ্মপুত্র নদের গতিপথের অবনতি ঘটে এবং যমুনা নদী নামে পরিচিত এর শাখা নদীর মধ্য দিয়ে ব্রহ্মপুত্রের প্রধান স্রোত প্রবাহ ধাবিত হয় । ফুলছরির নিকট হতে ব্রহ্মপুত্র নদের শাখারূপে যমুনা নদীর উৎপত্তি হয়েছে এবং বগুড়া ও পাবনা জেলাদ্বয়ের পূর্ব সীমানা ধরে চলে এটি গোয়ালন্দের নিকটে পদ্মা নদীতে মিলিত হয়েছে । উল্লেখ্য যে, ময়মনসিংহের অংশসহ গোটা নদটি বিগত ২ দশকধরে ক্রমশ: সংকীর্ণ হয়ে আসছে । বাঁধ ও ব্রীজ নির্মাণের মাধ্যমে নদ শাসন , ভরাট , অবৈধভাবে অপরিকল্পিত বালি উত্তোলন এর জন্য দায়ী বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞগণ ।As well as Bangladesh Mymensingh Brahmaputra River, one of the most important. It is also known as Lauhitya. Several times the speed of the flow of the Brahmaputra river has changed. Garo community in the mountains of the western boundary of the Brahmaputra uparansera not changed course, because of the flow of the currents flowing through the mountainous region. After going through the Brahmaputra plains of Garo Hills and the plains of the course has been changed at least twice. West Garo community in the hills south of Greater Mymensingh and Jamalpur districts flowing first dewanganj and Jamalpur and Sherpur districts of the south shore to the north shore is playing; Madhupur of Tangail, Mymensingh district in the central jungle side of the field and it flows along the eastern district of Dhaka Sonargaon south - west on the way to Langalband Dhaleshwari known as the Ganges, which has been combined. This course is continued until the Brahmaputra sorhasa century. In the seventeenth century, and it changed the course of the Brahmaputra River near Bhairab Bazar Kohl - is associated with the Meghna River. Van den broka thartana (Thorton) and Rennel found evidence of information on the map. Brahmaputra and the Meghna River near Bhairab Bazar surma be connected to the flow and the Meghna river flows south to the Bay of Bengal are falling Sandeep has become known. Mymensingh district town in the middle of the nineteenth century through the course of Bhairab Bazar until the flow of the Brahmaputra and Jamuna river, known as the deterioration of the branches of the main stream of the river Brahmaputra flows through the lead. Phulacharira branch of the Brahmaputra and Jamuna rivers originated from Pabna and Bogra and it lasted jeladbayera Goalandaghat near the eastern boundary of the river have been met. Note that the last two dasakadhare Mymensingh page with the nadati gradually been narrowing. Through the construction of dams and bridges, river regime, filling, extraction of sand illegally unplanned who is responsible for the environmental expert.http://dailymuktagachanews.blogspot.com/2015/05/blog-post_19.html?m=1
22599 views 1 comments ময়মনসিংহে ব্রহ্মপুত্র Mymensingh Brahmaputra
Comments
-
Set boots have stuart weitzman boots a timeless impress and they can stuart weitzman uk be worn with most types of outfits stuart weitzman canada If you are looking to get comfortable and stuart weitzman Shoes durable boots then Stuart Weitzman Boots can offer that you wide variety stuart weitzman sale of selection. You can choose from often the assortment of stuart weitzman sale shoes that head out http://www.fieldingmfg.com/news.asp http://www.lamplighterproducts.co.uk http://www.stuartweilzman.com http://www.zimmerdental.com/index.aspx http://www.warforempire.org/stuartweitzman.aspx http://www.palosavingsbank.com/Start.html
reply
Write a comment
Please login first. It only takes few seconds to register.About manoneshdas
মনোনেশ দাস